ঢাকার নবাবগঞ্জ উপজেলার জালালপুর উদয়ন মডেল সরকারি বিদ্যালয়ে কক্ষসংকট দেখা দিয়েছে। এ কারণে প্রাক্-প্রাথমিক শাখার (শিশু শ্রেণী) শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে পাঠদান করা হচ্ছে। তীব্র তাপে কাহিল হয়ে পড়ছে শিশুরা। গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, চৈত্রের প্রখর রোদের মধ্যেই জরাজীর্ণ অভিভাবক বিশ্রামাগারে প্রাক্-প্রাথমিক শাখার শিশুদের পড়ানো হচ্ছে। প্রচণ্ড গরমে শিশুদের যেমন ঘাম ঝরছে, তেমনি ঝড়ছে শিক্ষকের। একটু দূরেই অভিভাবকেরা গাছের ছায়ায় দাঁড়িয়ে রয়েছেন। প্রধান শিক্ষক মোস্তাক আহম্মেদ বলেন, এটি...

